সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৩:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মাঠের মধ্যে অসুস্থ একটি ঘোড়া জিবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘোড়ার শরীলে কাক ঠোকাচ্ছে! হ্যা এ রকমি একটি অসহনীয় ঘটনা ঘটেছে নাটরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে।
জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজুল ইসলামের ছেলে হৃদয় আহমেদ(১৭) বিভিন্ন ভাবে লালপুর উপজেলার প্রানী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করলে ঘোড়ার মালিক না থাকায় তারা আসতে অসম্মতি জানায়। নিরুপায় হয়ে ঘোড়াটিকে নিজ বাসায় এনে ঘোড়ার ক্ষত-বিক্ষত শরীলে বিভিন্ন ওসুধ প্রয়োগের মাধ্যমে সুস্থ করে তোলে।
এ বিষয়ে হৃদয় বলেন, ঘোড়া মালিক কে আমি জানিনা। মাঠের মধ্যে পরে ছিলো ক্ষত-বিক্ষত অবস্থায়। আমি দেখে বাসায় নিয়ে এসেছি এবং সুস্থ করতে চেস্টা করেছি। আমি ঘোড়াটিকে সুস্থ করার জন্য ৯৯৯, ৩৩৩ এ ফোন করে কোনো সহযোগিতা পায়নি। এখন ঘোড়াটি অনেকটাই সুস্থ। আমি চাই এই ঘোড়া কে তার মালিক এর কাছে অথবা সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করতে।