সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ায় নৌকাডুবির ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ১৯ জনই নারী। এই নারীদের মধ্যে চারজন গর্ভবতী।
খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, আরো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই অভিবাসী।
তিউনিশিয়া কর্তৃপক্ষ বলছে, উপকূলে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ ১৩ জনের খোঁজে তল্লাশি অব্যাহত আছে।
উপকূল রক্ষা কর্মকর্তা এবং মৎস্যজীবীরা এরই মধ্যে ২০ জনের মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে নৌকাডুবির ঘটনায় অন্তত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নৌকায় মোট ৩৭জন যাত্রী ছিল। তাদের মধ্যে তিনজন তিউনিশিয়ার নাগরিক এবং অন্যরা আফ্রিকা ও আলজেরিয়ার উত্তরের এলাকা তর্কি’র বাসিন্দা।
সূত্র: খালিজ টাইমস