স্টাফ রিপোর্টার : একটি সদ্য ভুমিষ্ট শিশুর জন্য কমপক্ষে একটি গাছ রোপণ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। তারই ধারাবাহিকতায় ৩১ জুলাই শুক্রবার রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নে ৫৩টি বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয় পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সাগর, জেিকার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, মনিগ্রাম ইউপি সদস্য আব্দুল মান্নান , জিকোর সদস্য রায়হান, রিদয়, তারেকসহ নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা সাগর এসময় জিকোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও এইরকম কার্যক্রম পুরো রাজশাহী জুড়েই পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।