রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:৫৭ পূর্বাহ্ন
পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ১নং দর্শন পাড়া ইউ পি চেয়ারম্যান কামরুল হাসান রাজের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল আত্নসাতসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চেয়ারম্যান রাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
জানা যায়,দর্শন পাড়া ইউনিয়নের প্রায় ৪০ জন ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারীদের নাম বাতিল করেছেন তিনি।
কামাল নামে এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি লকডাউনের সময় ১০ টাকা কেজি চাউলের কার্ড করি।কিন্ত কামরুল হাসান রাজ এই কার্ড বাতিল করে তার সমর্থনকারীদের দিছেন বলে তিনি অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন , ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা অপর্কমের সাথে জড়িত রয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান কামরুল হাসান রাজ এর সাথে কথা বললে তিনি বলেন ,বিশ্ব মহামারী করোনা ভাইরাস এর সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমি দলবল নির্বিশেষে সঠিক ভাবে বিতরন করেছি।আর আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।